সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল ডিএ (DA- Supreme Court) মামলার শুনানি। দেশের শীর্ষ আদালত শুক্রবার জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে কলকাতা হাই কোর্ট মামলাকারীদের পক্ষে রায় দেওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় দেশের শীর্ষ আদালতে। যার প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। ওই দিনই সুপ্রিম কোর্ট জানায় পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর অর্থাৎ ওই দিনই মামলা শেষ হবে। পরে রাজ্য আইনজীবী বদল করে অভিষেক মনু সিংভির হাতে দায়িত্ব তুলে দেয়। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। এরপর ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও কোনও লাভ হয়নি।
আরও পড়ুন- ‘তারিখ পে তারিখ’ না, বিচারব্যবস্থার ঢিলেমিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি চন্দ্রচূড়
উল্লেখ্য, ২০২২ সালের ২০ মে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের (DA- Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে দেওয়া একেবারেই সম্ভব নয়।