ঘূর্ণাবর্তে রাজ্যে বাড়বে গরম

এদিন বিকেলে বাগনানের রামচন্দ্রপুরে বজ্রাঘাতে মধ্যবয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আলিজা বেগম।

Must read

প্রতিবেদন : ক’দিন স্বস্তির পর ফের গরম বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি পাওয়ার সম্ভাবনা থাকলেও ধাপে ধাপে দিনের তাপমাত্রা ফের চড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা আর নেই বলেই দাবি আবহাওয়া দফতরের। এদিকে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি জারি রয়েছে। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-দু​ই বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলার হাল, কর্নাটকে নৃশংসভাবে যুবককে কুপিয়ে খুন

এদিন বিকেলে বাগনানের রামচন্দ্রপুরে বজ্রাঘাতে মধ্যবয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আলিজা বেগম। বয়স ৫৫ বছর। বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই মাঠে গরু চরাচ্ছিলেন তিনি। তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। আবহাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে ওড়িশার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। পাশাপাশি রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। বাতাসে জলীয় বাষ্প, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণ এবং উত্তর, দুই বঙ্গেই এই বৃষ্টি চলছে। তবে আজ শুক্রবার থেকে সাময়িক কমবে ঝড়-বৃষ্টি।

Latest article