প্রতিবেদন : স্কুলে বদলির নিয়ম বদলে গেল হাইকোর্টের নির্দেশে। স্কুল সার্ভিস কমিশনের নিয়ম হল শিক্ষক পদে স্কুলে যোগদানের ৫ বছর পূর্ণ না হলে বদলির আবেদন করা যাবে না। শারীরিকভাবে অসুস্থ হলেও নয়। এক শিক্ষিকার আবেদনের ভিত্তিতে সোমবার হাইকোর্টের নির্দেশ, অসুস্থতার ক্ষেত্রে বদলির এই নীতি প্রযোজ্য হবে না। কার্যকর হবে না বাধ্যতামূলক অপেক্ষা নীতি। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার মন্তব্য, অসুস্থতা কি ডাকবিভাগে বলে আসে! মানুষ তো যে কোনও সময়ই অসুস্থ হতে পারেন।
আরও পড়ুন-হাওড়ায় নাকাতল্লাশি আরও জোরদার
২০১৯ সালে এসএসসি-র পরীক্ষায় সফল হয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামের হাতকিরিনগর বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকাপদে চাকরি পেয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা হামিদা খাতুন। তাঁর বাড়ি থেকে স্কুলের দুরত্ব প্রায় ২০০ কিমি। তাঁর বক্তব্য, শারীরিকভাবেও সুস্থ নন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এই অবস্থায় দীর্ঘ মোট ৪০০ কিমি পথ পেরিয়ে স্কুলে যাতায়াত করা উচিত হবে না তাঁর। তাই কাছাকাছি কোথাও বদলির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু নামঞ্জুর হওয়ায় আদালতের দ্বারস্থ হন হামিদা।
আরও পড়ুন-‘ভারত গৌরব’ লিয়েন্ডার-ঝুলন, প্রতিষ্ঠাদিবসে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে
সোমবার বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার। এরই প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ, অসুস্থতার মতো বিশেষ ক্ষেত্রে কার্যকর হবে না ন্যূনতম ৫ বছর অপেক্ষার নীতি। অবিলম্বে বাড়ির কাছাকাছি কোনও স্কুলে হামিদা খাতুনকে বদলির ব্যবস্থা করতে হবে। ৬ সপ্তাহের মধ্যে করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। জানা গিয়েছে, এই নির্দেশের ফলে উপকৃত হচ্ছেন আরও বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। যাঁরা একই আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন আদালতের।