প্রতিবেদন : স্কুলে বদলির নিয়ম বদলে গেল হাইকোর্টের নির্দেশে। স্কুল সার্ভিস কমিশনের নিয়ম হল শিক্ষক পদে স্কুলে যোগদানের ৫ বছর পূর্ণ না হলে বদলির আবেদন করা যাবে না। শারীরিকভাবে অসুস্থ হলেও নয়। এক শিক্ষিকার আবেদনের ভিত্তিতে সোমবার হাইকোর্টের নির্দেশ, অসুস্থতার ক্ষেত্রে বদলির এই নীতি প্রযোজ্য হবে না। কার্যকর হবে না বাধ্যতামূলক অপেক্ষা নীতি। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার মন্তব্য, অসুস্থতা কি ডাকবিভাগে বলে আসে! মানুষ তো যে কোনও সময়ই অসুস্থ হতে পারেন।
আরও পড়ুন-হাওড়ায় নাকাতল্লাশি আরও জোরদার
২০১৯ সালে এসএসসি-র পরীক্ষায় সফল হয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামের হাতকিরিনগর বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকাপদে চাকরি পেয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা হামিদা খাতুন। তাঁর বাড়ি থেকে স্কুলের দুরত্ব প্রায় ২০০ কিমি। তাঁর বক্তব্য, শারীরিকভাবেও সুস্থ নন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এই অবস্থায় দীর্ঘ মোট ৪০০ কিমি পথ পেরিয়ে স্কুলে যাতায়াত করা উচিত হবে না তাঁর। তাই কাছাকাছি কোথাও বদলির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু নামঞ্জুর হওয়ায় আদালতের দ্বারস্থ হন হামিদা।
আরও পড়ুন-‘ভারত গৌরব’ লিয়েন্ডার-ঝুলন, প্রতিষ্ঠাদিবসে ঘুরে দাঁড়ানোর শপথ ইস্টবেঙ্গলে
সোমবার বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার। এরই প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ, অসুস্থতার মতো বিশেষ ক্ষেত্রে কার্যকর হবে না ন্যূনতম ৫ বছর অপেক্ষার নীতি। অবিলম্বে বাড়ির কাছাকাছি কোনও স্কুলে হামিদা খাতুনকে বদলির ব্যবস্থা করতে হবে। ৬ সপ্তাহের মধ্যে করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। জানা গিয়েছে, এই নির্দেশের ফলে উপকৃত হচ্ছেন আরও বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। যাঁরা একই আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন আদালতের।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…