সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে গৃহহীন মানুষদের নিজেদের নামে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে হাওড়া শহরেও গৃহহীনদের মধ্যে বাড়ি বণ্টন করা হল। শরৎসদনে আয়োজিত এক অনুষ্ঠানে শহরের এরকম ১১ জনকে তাঁদের বাড়ির কাগজপত্র তুলে দিলেন হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি সহ কর্পোরেশনের পদস্থ কর্তারা। কাগজপত্র হাতে নেওয়ার পাশাপাশি ওই ১১ জনই ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে তাঁদের নামে তৈরি বাড়িতে প্রবেশ করেন। এছাড়াও আরও ৬০ জনের এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য কাজ শুরুর কথাও জানানো হয়। হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘হাওড়া পুর এলাকার ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পে যাঁদের নিজেদের নামে কোনও বাড়ি নেই তাঁদের নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। এদিন কিছুজনের বাড়ি বণ্টন করা হয়েছে। কিছুদিনের মধ্যে আরও অনেককে তাঁদের বাড়ি বণ্টন করে কাগজপত্র দেওয়া হবে।’’ নিজেদের নামের বাড়ির কাগজপত্র হাতে পাওয়ার পর ওইসব উপভোক্তারা বলছেন, ‘‘নিজেদের নামের বাড়ি তৈরি স্বপ্ন দেখতাম। কিন্তু তা আর করার সামর্থ্য ছিল না। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আমাদের নিজেদের বাড়ি হল। আমাদের স্বপ্ন বাস্তবায়িত হল মুখ্যমন্ত্রীরই উদ্যোগে। এর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব।’’ উল্লেখ্য, গৃহহীন মানুষ যাঁদের নিজেদের নামে কোনও বাড়ি নেই তাঁদের নিজেদের রাজ্য সরকারের তরফে ৩৫০ বর্গফুট এলাকায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন ঘর তৈরি করে দেওয়ার কাজ চলছে জোরকদমে।
আরও পড়ুন: এক পোর্টালে রাজ্যের কুড়ি প্রকল্পের সুবিধা