প্রতিবেদন : প্রয়াত ফুটবলার এবং প্রবাদপ্রতিম কোচ সুভাষ ভৌমিকের স্মরণে চলতি মরশুমেই কোনও একটি ট্রফি তাঁকে উৎসর্গ করতে চলেছে আইএফএ। রবিবার এ কথা জানিয়েছেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তবে কোন ট্রফি সুভাষকে উৎসর্গ করা হবে তা এখনও ঠিক হয়নি। আইএফএ সচিব বলেন, ‘‘করোনার ধাক্কা সামলে সবার আগে ছেলেদের যে টুর্নামেন্ট বা লিগ আমরা আয়োজন করব, তার চ্যাম্পিয়ন দলের ট্রফি বা ফেয়ার-প্লে ট্রফি প্রয়াত সুভাষ ভৌমিকের নামাঙ্কিত হতে পারে। কলকাতা লিগের ফেয়ার-প্লে ট্রফি সুভাষদার নামে করার ইচ্ছাও আছে আমাদের।
আরও পড়ুন-উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, জনতার তাড়া
দ্রুত আইএফএ-র গভর্নিং বডির সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, আইএফএ অফিসে স্থায়ীভাবে সুভাষের একটি বড় ছবিও রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। সচিব জয়দীপ জানিয়েছেন, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীদের মতো কিংবদন্তিদের পাশে সুভাষ ভৌমিকেরও ছবি থাকবে আইএফএ অফিসে। করোনার কারণে ৩০ জনের বেশি জমায়েত করা যাবে না, তাই প্রাক্তন ফুটবলারদের ডেকে বড় স্মরণসভা আয়োজন করতে পারছে না আইএফএ। তবে সোম বা মঙ্গলবার আইএফএ কর্তা ও আধিকারিকরাই নিজেদের মতো করে অফিস কার্যালয়ের মধ্যে সুভাষের স্মরণসভা আয়োজন করবেন।