উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, জনতার তাড়া

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই একদিকে যেমন শুরু হয়েছে নানা দলের রাজনৈতিক তরজা, তেমনি অন্যদিকে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রবল ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। যোগী সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে শুধু যে নেতা-মন্ত্রীরাই দল ছাড়ছেন এমন নয়।

উত্তরপ্রদেশের শাসক দলের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের নির্বাচনী এলাকাতেই বিক্ষোভের মুখে পড়ছেন প্রার্থীরা। খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে (Keshav Prasad Maurya) ঘিরে সেখানকার জনতা প্রবল বিক্ষোভ দেখিয়েছে। বিজেপিকে জেতানোর কথা বলতেই এলাকার মহিলারা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। কার্যত তাঁকে তাড়া করে চোর-জোচ্চোর বলে গাল দিতেও দেখা যায় অনেককে। যোগীরাজ্যে উপমুখ্যমন্ত্রীর (Keshav Prasad Maurya) বিরুদ্ধে বিক্ষোভের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অস্বস্তিতে পড়ে শেষমেশ বিজেপির সাফাই, এসব বিরোধীদের পরিকল্পিত অপপ্রচার। মৌর্য সেদিন ওখানে নিখোঁজ গ্রামপ্রধানের সন্ধানে গিয়েছিলেন। তখনই মহিলারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন – বঙ্গবিজেপিতে বিদ্রোহ, জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে শোকজ রাজ্য বিজেপির

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) সিরাথু বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার তিনি সিরাথুর গুলামিপুরে গিয়েছিলেন। সেখানেই মহিলারা তাঁকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখান এবং তিনি নিখোঁজ গ্রামপ্রধানের বাড়িতে ঢুকতে গেলে, তাঁর মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়। এলাকার মানুষের অভিযোগ, ভোটে জেতার পর গত পাঁচ বছরে গ্রামে কোনও কাজ করেনি বিজেপি। মৌর্যকে সামনে পেয়ে তা নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের কাঠাউলির বিধায়ককে নিজের এলাকায় উন্নয়ন না করার অভিযোগে তাড়া করে এলাকাছাড়া করেছিলেন গ্রামবাসীরা। এবার খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী এলাকায় মহিলাদের বিক্ষোভের সম্মুখীন হলেন। তাঁর মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হল।

উত্তরপ্রদেশে পাঁচ বছর শাসনের পর বিজেপির জনপ্রিয়তার বহর কোথায় পৌঁছেছে এসবই তার প্রমাণ। এই নিয়ে প্রাক্তন আমলা সূর্যপ্রতাপ সিং ব্যঙ্গ করে বলেছেন, যে রাজ্যে উপমুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার এই নমুনা, সেখানে অন্য নেতা-বিধায়কদের কী হাল তা সহজেই অনুমেয়। ভিডিও ভাইরাল হতেই বিরোধীরা এই বিষয়ে সরব হয়ে উঠেছে। সমাজবাদী পার্টি তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে বিজেপিকে তীব্র নিশানা করে লিখেছে, সিরাথুতে যে গুন্ডারাজ চালানো হয়েছে, জনগণ তারই প্রতিবাদ করেছে।

Latest article