করোনা আক্রান্ত দেশের উপরাষ্ট্রপতি নাইডু

Must read

প্রতিবেদন : করোনা আক্রান্ত হলেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)। রবিবার তাঁর কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। তার আগে এদিন সকালে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন – সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সমাপ্তি অনুষ্ঠানে বাতিল হল গান্ধীজির পছন্দের গান – নিন্দার মুখে মোদি সরকার 

উপরাষ্ট্রপতির দফতর থেকে নাইডুর (Venkaiah Naidu) করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। একইসঙ্গে অনুরোধ করা হয়েছে, গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা সকলেই যেন নিজেদের করোনা পরীক্ষা করান। উপরাষ্ট্রপতি এখন হায়দরাবাদে আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে আগামী সাতদিন তিনি হোম আইসোলেশনে থাকবেন। ২০২১ সালেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন নাইডু।

Latest article