সাদা চকের মধ্যে নেতাজির পূর্ণ অবয়ব, অভিনব সৃষ্টি বাগানানের সুরজিতের

Must read

২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লির ইন্ডিয়ান গেটে স্থাপিত নেতাজির মূর্তির আদলে হাওড়া জেলার বাগনানের সুরজিৎ অধিকারী (Surajit Adhikari) মাত্র দুই সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট নেতাজির পূর্ণ অবয়ব তৈরি করেছেন। সাদা চকের মধ্যে এই মূর্তি ফুটিয়ে তুলতে সময় লেগেছে একঘন্টার কাছাকাছি। সুরজিৎ আগেও বহু মনীষী, রাজনীতিবিদ, খেলোয়াড়, লেখক, কবিদের ভাস্কর্য সৃষ্টি করে ইন্ডিয়া বুক অব রেকর্ড এবং ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম তুলেছেন।

আরও পড়ুন – সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সমাপ্তি অনুষ্ঠানে বাতিল হল গান্ধীজির পছন্দের গান – নিন্দার মুখে মোদি সরকার 

বর্তমানে বিশ্বভারতী শান্তিনিকেতন কলাভবন এর মাস্টার ডিগ্রী অফ ফাইন আর্টসের ছাত্র, সঙ্গে পেশায় একজন গ্রাফিক্স পৃন্ট মেকার। ছোটবেলা থেকেই মূর্তি গড়া এবং ছবি আঁকার প্রতি ছিল বিশেষ ভালোবাসা এবং সেখান থেকেই লকডাউনে সুরজিৎ (Surajit Adhikari) একের পর এক রেকর্ড এবং বহু মনীষীদের ভাস্কর্য সৃষ্টি করে এক নজির তৈরি করেছে। সুরজিৎ এর বাবা অমল অধিকারী পেশায় একজন রাজমিস্ত্রি লেবার। সুরজিৎ জানান নেতাজি বিশ্ববাসীর কাছে এক আবেগ এবং অনুপ্রেরণা তাই তার বিশ্বাস বিশ্ববাসীর কাছে এই সৃষ্টিি চির স্মরণীয় হয়ে থাকবে।

Latest article