সংবাদদাতা, আলিপুরদুয়ার : বিজেপি বিধায়কদের গুরুত্ব কমছে। মানুষ বুঝতে পেরেছেন তাঁদের ভাঁওতাবাজি। ২০১৯ এর লোকসভা ও একুশের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীদের গাল ভরা প্রতিশ্রুতি শুনে আলিপুরদুয়ারের মানুষ দু’হাত উজাড় করে তাদেরকে সমর্থন করেছিলেন। কিন্তু ২০২৩-এর সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রতি মানুষের যে বিশ্বাস ভঙ্গ হয়েছে, তা নির্বাচনের ফলাফলে একদম পরিষ্কার। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ তাদের নিজেদের বুথে দলীয় প্রার্থীকে জেতাতে পারেনি। এদের সবার বুথেই জয়ী হয়েছে তৃণমূল, তাও বহু ভোটের ব্যবধানে।
আরও পড়ুন-চা-বাগানে জয়
এরই পাশাপাশি জেলা বিজেপির সংগঠনের যিনি মাথা, জেলা বিজেপির সভাপতি ভূষণ মোদক, নিজে গ্রাম পঞ্চায়েতে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে। বর্তমানের এই চিত্রটাই আলিপুরদুয়ারে বিজেপির সংগঠনের কঙ্কালসার চেহারা, আর সাধারণ মানুষের সমর্থনহীনতার দিকটিকে পরিষ্কার করে তুলে ধরেছে। বিজেপি বিগত লোকসভা ও বিধানসভা ভোটে যে প্রতিশ্রুতির ফানুস উড়িয়েছিল তা সাধারণ ভোটারদের আঙুলের খোঁচায় ফুটো হয়ে ভূপতিত হয়েছে। ফলে জেলা জুড়ে বিপুল জয় এসেছে তৃণমূলের খাতায়। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, বিজেপি ভোট পাখি। নির্বাচনের আগে উন্নয়নের ফাঁকা আওয়াজ দেয় তারা।