মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল পাহাড়বাসী

তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) জোটের ফল তা বুঝিয়ে দিয়েছে। পাহাড়ের মানুষ শুধু উন্নয়ন চায়

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : গোর্খাল্যান্ড ভুলে মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল গোটা পাহাড়বাসী। গত বিধানসভা বা লোকসভা নির্বাচনের ফলাফল যাই হোক। ২২ বছর বাদে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনের ফল কিন্তু আরও উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) জোটের ফল তা বুঝিয়ে দিয়েছে। পাহাড়ের মানুষ শুধু উন্নয়ন চায়।

আরও পড়ুন-রাজ্যে গুরুত্ব কমছে বিজেপি বিধায়কদের

পদ্ম শিবিরের রাজ্যভাগের যে চক্রান্ত তাতে আর ভুলতে চাইছে না পাহাড়বাসী। বিজেপির মিথ্যা আশ্বাস আর ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার ফল হারে হারে টের পেয়েছে। পাহাড়ের মানুষ চায় উন্নয়ন আর কাজ। যা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছে। আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই যে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় আরও উন্নয়ন হবে তাতে তাঁরা বিশ্বাসী। তাই তো নির্বাচনের ফল প্রকাশের পরেই অনিত থাপা জানালেন, এবার পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষদের পানীয় জলের সমস্যা সমাধান করা হবে।

আরও পড়ুন-চা-বাগানে জয়

পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলবেন তিনি। নির্বাচনের প্রচারে বহু জায়গায় ঘুরেছে অনিত। কোথায় কী সমস্যা তা তার নখদর্পণে রয়েছে। তাই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পরেই প্রত্যন্ত এলাকায় কাজ শুরু হবে বলেও বলেন তিনি।

Latest article