প্রতিবেদন : আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে রাজ্য সরকার এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরোহিত্যে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ওই প্রস্তুতি বৈঠক বসতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কলকাতা লাগোয়া দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরের শিল্পপতি ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন-পেনশন ফেলে রাখা যাবে না
পাশাপাশি বিভিন্ন দেশের উপদূতাবাস ও আন্তর্জাতিক শিল্প সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা বিবৃতি দিয়ে জানিয়েছেন, ওই প্রস্তুতি বৈঠকে একটি অংশে বিভিন্ন দেশের হাইকমিশনার ও অ্যাম্বাসাডরদের সামনে বাংলার শিল্প-বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। যার উদ্দেশ্য, বিদেশি বিনিয়োগ টেনে আনা। উল্লেখ্য, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে এর আগে উত্তরবঙ্গের শিল্প সমাজকে নিয়ে পৃথক প্রস্তুতি বৈঠক করা হয়।
আরও পড়ুন-ফল অনুমেয়, সবুজ আবিরের চাহিদা তুঙ্গে
উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে শিল্প সম্ভাবনার বিষয়ে চা, আনারস থেকে খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, পাথরখাদান— ইত্যাদি বিষয় উঠে এসেছিল। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বিপুল পরিমাণে সবজি চাষ হয় তাদেরও বৃহস্পতিবার ডাকা হয়েছে। ইতিমধ্যেই একাধিক সংস্থা ভাঙড়ের সবজি বিদেশে রফতানি করা শুরু করেছে। পর্যবেক্ষকদের মতে, নবান্ন চাইছে এটাকেই একটা সার্বিক রূপ দিতে। তা ছাড়া আলু নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণের বিষয়ে বাম জমানা থেকেই সরকারি স্তরে ভাবনা ছিল। বিক্ষিপ্ত ভাবে তার কিছু বাস্তবায়নও হয়েছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…