প্রতিবেদন : ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ অস্বস্তি বাড়াচ্ছে। আবার দিচ্ছে স্বস্তির বার্তাও। শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, নিউমোনিয়ার প্রকোপ কমে আসছে গরমের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে। রাজ্যের স্বাস্থ্য (WB Health Department) দফতর সূত্রে রবিবার জানা গিয়েছে, কলকাতা তথা বিভিন্ন জেলার হাসপাতালে আউটডোরে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে আসা রোগীর সংখ্যা বিগত কয়েকদিন ধরে ক্রমান্বয়ে কমছে। আগামী সপ্তাহের মাঝামাঝি এটা শূন্যের কাছাকাছিতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও এই ধরনের রোগের প্রকোপে শিশুমৃত্যুর ঘটনায় এখনও পুরোপুরি লাগাম পরানো যায়নি। প্রশাসনের সার্বিক তৎপরতা সত্ত্বেও রবিবারও শিশুমৃত্যু অব্যাহত। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কলকাতার বি সি রায় শিশু হাসপাতালে রবিবার আরও ৬টি শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সংবিধানে রাজ্যপালের ভূমিকা নির্দিষ্ট