প্রতিবেদন : বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার পরই বিরোধীরা একযোগে মোদি সরকারের সমালোচনা করে। কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি বলেছেন, রাজস্ব ঘাটতি অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ১৮ লক্ষ কোটিরও বেশি এই বছরের কেন্দ্রীয় বাজেটের অনুদানবিহীন পরিমাণ, এবং এই সংখ্যাটি কেবল বাড়তে চলেছে।
আরও পড়ুন-ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ, আজ সুপ্রিম কোর্টে শুনানি
কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট ছিল। বাজেট বক্তৃতাটি রাজনৈতিক এবং এতে সাধারণ মানুষের জন্য কোনও স্বস্তি নেই। সরকারের প্রশংসা করার জন্য একটি রাজনৈতিক বক্তব্য ছিল যা তারা সাধারণত প্রতিটি অনুষ্ঠানে করে থাকে। এই বাজেটের সঙ্গে কৃষক ও তরুণদের কোনও সম্পর্ক নেই। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় বাজেট পেশ করার পরে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন, সরকার অবশেষে বুঝতে পেরেছে যে দেশে এই চার ধরনের (দরিদ্র, মহিলা, যুব এবং কৃষক) মানুষ রয়েছে।
আরও পড়ুন-বাড়ল না আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা, হতাশ হলেন চাকরিজীবী থেকে মধ্যবিত্ত মানুষেরা
উদ্ধব বলেন, মোদি সরকার তার শেষ বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি খুব ভারী হৃদয়ে শেষ বাজেটটি পেশ করেছেন। এরপর ভোটে জনতা জবাব দেবে। লোকসভার সাংসদ দানিশ আলি বলেছেন, হতাশাজনক এই বাজেটে নতুন কিছুই ঘোষণা করা হয়নি। ডিএমকে নেতা দয়ানিধি মারান বলেছেন, কিছুই খুব বেশি পরিবর্তন হয়নি, মানুষ ইতিমধ্যেই হতাশ। আপ সাংসদ স্বাতী মালিওয়াল বলেছেন, দেশে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব দুই-ই মাত্রাছাড়া অবস্থায় রয়েছে। বাজেটে কোনও দিশাই নেই।