বাড়ল না আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা, হতাশ হলেন চাকরিজীবী থেকে মধ্যবিত্ত মানুষেরা

লোকসভা ভোটের আগে কেন্দ্রের থেকে যে প্রত্যাশা সাধারণ মানুষ করেছিল, কার্যত তা পূরণ করতে ব্যর্থ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Must read

প্রতিবেদন : দ্বিতীয় মোদি সরকারের শেষ অন্তর্বর্তী বাজেটে বাড়ল না আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। ২০২৩-২৪ অর্থবর্ষে আয়কর ছাড়ের ৭ লক্ষ টাকার যে ঊর্ধ্বসীমা ছিল, তা-ই অপরিবর্তিত থাকল ২০২৪-২৫ অর্থবর্ষেও। লোকসভা ভোটের আগে কেন্দ্রের থেকে যে প্রত্যাশা সাধারণ মানুষ করেছিল, কার্যত তা পূরণ করতে ব্যর্থ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে এবার গণবিবাহেও দুর্নীতি! যোগীরাজ্যে বেনজির অব্যবস্থার ভিডিও ভাইরাল

দেশের অর্থনীতিবিদ ও বাজেট বিশেষজ্ঞরা প্রত্যাশা করেছিলেন, এবারের বাজেটে ইতিবাচক কিছু শোনাবেন অর্থমন্ত্রী। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা অন্তত তিন লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হবে। কিন্তু সব আশায় জল ঢেলে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিতই রাখলেন সীতারামন। কার্যত এই বাজেট কেন্দ্রীয় সরকারের দেউলিয়া অবস্থাকেই প্রতিফলিত করছে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা না বাড়ালে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও সঞ্চয় কোনওটিই বাড়বে না। সেক্ষেত্রে সামগ্রিক দেশের অর্থনীতি আবারও মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা। সঞ্চয় না বাড়লে হাউসিং বা নির্মাণ সেক্টরেরও উন্নতির সম্ভাবনা থাকছে না। লোকসভা ভোটের আগে মোদি সরকারের মন্দির, পর্যটনে দান খয়রাতি ও জি-২০ বা বিদেশি অতিথিবরণে বিপুল খরচের খেসারত দিতে হচ্ছে মধ্যবিত্ত ও আমজনতাকে।

Latest article