বিজেপির অপদার্থতার প্রতিবাদে গাধার পিঠে চেপে মনোনয়ন দিলেন নির্দল প্রার্থী

তবে সম্প্রতি তিনি নজরে আসেন মনোনয়ন জমা দেওয়ার দিন। গোপালগঞ্জে কেন্দ্র থেক মনোনয়ন জমা দেওয়ার জন্যও তিনি গাধার পিঠে চড়েই যান

Must read

প্রতিবেদন: নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিতে এলেন গাধার পিঠে চড়ে। তবে অনামী অখ্যাত বিহারের এই প্রার্থী মনোনয়নের দিনই সপাটে বিজেপি সরকারের গালে যেন একটা চড় কষালেন, বলছে স্থানীয় রাজনৈতিক মহল। শুধুমাত্র নির্বাচনের মাঠে না, প্রতিটি পদক্ষেপে বিজেপির অপশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান সত্যেন্দ্র বৈঠা।

আরও পড়ুন-পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে কোভ্যাকসিনেও, বলছে গবেষণা

বিহারের গোপালগঞ্জ থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সত্যেন্দ্র। মূলত স্থানীয় সমস্যাকে দেশের নেতৃত্বদের সামনে তুলে ধরতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর দাবি, কোনও সাংসদই জিতে যাওয়ার পরে এলাকায় আর আসেন না। এলাকার সমস্যা নিয়ে সংসদে তুলে ধরা তো দূরের কথা, তাঁরা দিল্লি বা নিদেনপক্ষে পাটনায় থাকেন। তিনি নির্বাচিত হলে এলাকাতেই থাকবেন। এবং প্রয়োজনমতো সব সময়ই তাঁকে পাওয়া সম্ভব হবে বলেই তিনি নিজের সমর্থনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আর সবটাই করছেন গাধার পিঠে চড়ে।

আরও পড়ুন-পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে কোভ্যাকসিনেও, বলছে গবেষণা

তবে সম্প্রতি তিনি নজরে আসেন মনোনয়ন জমা দেওয়ার দিন। গোপালগঞ্জে কেন্দ্র থেক মনোনয়ন জমা দেওয়ার জন্যও তিনি গাধার পিঠে চড়েই যান। কেন এইভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, প্রশ্ন করতেই তাঁর দাবি, বিজেপির অপশাসনকে তুলে ধরতেই এই প্রয়াস। তিনি বলেন, পেট্রোল ও ডিজেলের দাম অনেক বেশি এবং আমার মতো অনেক মানুষের পক্ষেই সেটা ব্যয় করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই আমি প্রচারে গাধায় চড়ার সিদ্ধান্ত নিয়েছি। পেট্রোল, ডিজেলের দামকে মাথায় রেখে স্থানীয় সহজলভ্য প্রাণীকেই নিজের বাহন হিসাবে বেছে নিয়ে বিজেপি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কটাক্ষ করেছেন।

Latest article