নয়াদিল্লি: বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (Indian Cricket Board) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হায়দরাবাদে হতে চলা সেই অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পাচ্ছেন রবি শাস্ত্রী। ২০১৯ সালের পর ফের বিসিসিআইয়ের বার্ষিক অনুষ্ঠানের আসর বসছে। অনুষ্ঠানে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা। বৃহস্পতিবার থেকে হায়দরাবাদেই শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তাই দু’দলের ক্রিকেটাররা এই মুহূর্তে হায়দরাবাদেই রয়েছেন।
উল্লেখ্য, এর আগে বোর্ডের (Indian Cricket Board) লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন কপিল দেব, সুনীল গাভাসকর, সৈয়দ কিরমানি, কৃষ্ণমাচারি শ্রীকান্ত-সহ আরও অনেক প্রাক্তন তারকা। এবার এই তালিকায় যোগ হবে শাস্ত্রীর নামও। অলরাউন্ডার শাস্ত্রী ভারতের হয়ে ৮০টি টেস্ট এবং ১৫০টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মিনি বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন শাস্ত্রী।
আরও পড়ুন- ধর্মনিরপেক্ষতা ও সুভাষচন্দ্র
ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে দারুণ সফল হন তিনি। পরে ভারতীয় দলের হেড কোচও হন। তাঁর আমলে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দু’বার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। তবে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছাড়েন। এদিকে, ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হিসেবে পলি উমরিগড় ট্রফি পাচ্ছেন শুভমন গিল। গত বছর সব ধরনের ফরম্যাটে গিলের ব্যাট থেকে এসেছিল মোট ২১৫৪। শেষবার, ২০১৯ সালে এই পুরস্কার জিতেছিলেন জসপ্রীত বুমরা।