হতে পারে সৌদি আরবে, এএফসি কাপের দাবি ছেড়ে দিল ফেডারেশন

Must read

২০২৭-এর এএফসি এশিয়ান কাপের দাবি থেকে সরে গেল ভারতীয় ফুটবল ফেডারেশন। এর ফলে টুর্নামেন্ট আয়োজনের দাবিদার হিসাবে থেকে গেল শুধু সৌদি আরব।

এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপের আয়োজন তাদের জরুরি কাজের মধ্যে পড়ছে না বলে জানিয়েছে এআইএফএফ। ভারতের সঙ্গে শুধু সৌদি আরব এই টুর্নামেন্টের দাবিদার ছিল। এর আগে অক্টোবরে ইরান এবং উজবেকিস্তানও সরে দাঁড়িয়েছিল। ২০২০-তে প্রফুল প্যাটেলের জমানায় টুর্নামেন্ট আয়োজনের জন্য দাবি জানিয়েছিল এআইএফএফ। কিন্ত এখন নতুন প্রশাসকরা এসেছেন। তাঁরা মনে করছেন দেশের মাটিতে এএফসি কাপ করার থেকে গ্রাসরুট লেভেলে ফুটবলের পরিকাঠামো তৈরি করা অনেক বেশি জরুরি। এক বার্তায় ফেডারশনের তরফে বলা হয়েছে, বড় টুর্নামেন্টের আয়োজন এই মুহূর্তে তাদের প্রায়োরিটির মধ্যে পড়ছে না। এর থেকে যথাযথ ফুটবল পরিকাঠামো গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- ভোট দিতে গিয়ে মোদির রোড শো! সরব মমতা, কমিশনে আপ-কংগ্রেস

এখন যা পরিস্থিতি তাতে ফেব্রুয়ারিতে বাহারিনে এএফসির পরবর্তী বৈঠকে সৌদি আরবকে এই টুর্নামেন্ট করার প্রস্তাব দেওয়া হতে পারে। কারণ, ভারত প্রস্তাব থেকে সরে যাওয়ার পর তারা ছাড়া আর কোনও এএফসি কাপ করার দাবিদার নেই।

Latest article