দু’মাসের মধ্যেই নিয়োগ মামলার তদন্ত শেষ করতে হবে : সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একইসঙ্গে দু’মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করতে সিবিআইকে নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে এই মামলা যাবে। এরপর বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি। সেখানেই হবে এসএসসি নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি। সেই শুনানি শেষ করতে হবে ৬ মাসের মধ্যেই। এই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ করতে পারবে না কমিশন। চাকরি থেকে বরখাস্ত এবং নতুন চাকরির সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চই। লক্ষণীয়, হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের ২ বিচারপতির বেঞ্চে। সেখানেই মামলাগুলো হাইকোর্টে ফেরানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। মামলার তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকেও বিশেষ নির্দেশ দেওয়া হয় যাবতীয় তদন্তের কাজ দু’মাসের মধ্যে শেষ করার জন্য।

আরও পড়ুন- বেসরকারি উপদেষ্টা সংস্থার পিছনে টাকার শ্রাদ্ধ কেন্দ্রের

Latest article