প্রতিবেদন : রাজ্য সরকারের জন্ম ও মৃত্যু পোর্টালে আবেদন প্রক্রিয়া আরও সরল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই পোর্টালের মাধ্যমে মৃত্যুর শংসাপত্রের আবেদন জানানোর জন্য মৃতের বাবা এবং মায়ের ভোটার, আধার বা খাদ্য সাথী প্রকল্পের কার্ড নথি হিসাবে দেওয়া বাধ্যতামূলক। যার জেরে বহু আবেদনকারী সমস্যায় পড়েছিলেন।
আরও পড়ুন-নূপুরের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব
এদিন সাংবাদিকরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি তৎক্ষণাৎ মুখ্যসচিবকে নির্দেশ দেন পোর্টাল থেকে ওই সব নথি জমা করার নিয়মটি সরিয়ে দিতে। জন্ম-মৃত্যুর শংসাপত্র দিতে ৫ মে নতুন এই পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। এবার তা সরল হল আরও। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্য দফতরের উদ্যোগে জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়ার জন্য নতুন পোর্টাল তৈরি করা হয়েছে। এর ফলে পরিবারের সদস্যরাই জন্ম-মৃত্যুর শংসাপত্র অনলাইনে পেয়ে যাবেন।