প্রতিবেদন : আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামের (Alipore Museum) বিজয়া সম্মিলনীর সন্ধ্যায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই সিদ্ধান্ত হলেও এদিন আবারও তিনি উপস্থিত সকলকে মনে করিয়ে দেন চলতি মাসের ২০ ও ২১ তারিখ হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলেন। এই দুটি অনুষ্ঠানে থাকার জন্য শিল্পমহল-সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীদের আমন্ত্রণ জানান।
বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামে (Alipore Museum) দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটিতে গত ১২ বছরে রাজ্য সরকারের যাবতীয় অর্জিত পুরস্কার ও স্বীকৃতি স্মারক, শংসাপত্র ইত্যাদি রাখা হয়েছে৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য–রাজ্যের বাইরে এবং বিদেশে যেখানে গিয়েছেন, সেখান থেকে প্রাপ্ত সম্মানগুলিও এই প্রদর্শনী কক্ষে রাখা হয়েছে৷ অদূর ভবিষ্যতেও এই দুটি প্রদর্শনী কক্ষেই যাবতীয় পুরস্কার ও সম্মান রাখা হবে৷ এদিন বিজয়া সম্মিলনী শুরুর আগেই এই দুটি কক্ষের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷
এদিনের বিজয়াসন্ধ্যা ছিল কার্যত নক্ষত্রখচিত। সমাজের বিভিন্ন ক্ষেত্রের উজ্জ্বল ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন বিজয়া সম্মিলনীতে। ছিল শিল্পমহল। নামজাদা শিল্পপতিরা হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে। এছাড়াও ছিলেন ক্রীড়া জগতের নক্ষত্ররা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব-সহ টালিগঞ্জের শিল্পীদের নজরকাড়া উপস্থিতি ছিল। এছাড়াও ছিলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়। শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা প্রমুখ। মুখ্যমন্ত্রীকে ঘিরে কার্যত এদিন একটি গানের আসরই বসে যায়। তাঁর লেখা গান গাইলেন অনেকেই। পণ্ডিত অজয় চক্রবর্তী, রূপঙ্কর, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়রা আসর মাতিয়ে দিয়েছেন। অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনায় ছিলেন ইন্দ্রনীল সেন।
আরও পড়ুন- দু’মাসের মধ্যেই নিয়োগ মামলার তদন্ত শেষ করতে হবে : সুপ্রিম কোর্ট