হেমন্তের হিমেল হাওয়াতেই শীতের আমন্ত্রণবার্তা

আপাতত হেমন্তের হিমেল হাওয়াতেই শীতের আমন্ত্রণবার্তা। শীত আসতে কিন্তু এখনও বেশ কিছু্দিন দেরি। অপেক্ষা করতে হবে আরও অন্তত ১৫ দিন।

Must read

প্রতিবেদন : আপাতত হেমন্তের হিমেল হাওয়াতেই শীতের আমন্ত্রণবার্তা। শীত আসতে কিন্তু এখনও বেশ কিছু্দিন দেরি। অপেক্ষা করতে হবে আরও অন্তত ১৫ দিন। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা সেইরকমই। বাতাসে শিরশিরে ভাব। ঘুম থেকে উঠেই যেন টান ধরছে হাত-পায়ের চামড়ায়। দিনকয়েক ধরেই বন্ধ এসি। মাঝরাতে টেনে নিতে হচ্ছে সুতির চাদর। কুয়াশার চাদরে ঢাকছে ভোরের আকাশ। প্রশ্ন জাগতেই পারে,তবে কি দরজায় কড়া নাড়ছে শীত? লেপ-কম্বল রোদে দেওয়ার দিন কী এসেই গেল?

আরও পড়ুন-মতামত নিতে সর্বদল বৈঠক, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৫ জানুয়ারি

না, শীত আসার এখনই কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের আগে শীত আসছে না রাজ্যে। তবে আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতেই এক ধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে জেলায় জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই।

আরও পড়ুন-বিমানে আগুন

পাশাপাশি আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী পাঁচদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা সামান্য কমতে পারে। সবমিলিয়ে সময় হয়েছে শীতকে স্বাগত জানানোর জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার।

Latest article