গত বুধবার পরপর তিনটি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আফগানিস্তানের (Afghanistan) বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ। প্রাথমিক তদন্তের পর তালিবান (Afghanistan) প্রশাসন আশঙ্কা করেছিল, এই বিস্ফোরণের পিছনে আছে ইসলামিক স্টেট (IS) আছে। সেই আশঙ্কাই সত্যি করে বুধবারের হামলার দায় স্বীকার করল আইএস (IS) জঙ্গি গোষ্ঠী। আইএস জঙ্গি গোষ্ঠী যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে তালিবানের কপালে। আইএসের দাবি, তালিবান সরকার আমেরিকার মোল্লা ব্র্যাডলি প্রকল্পের অংশ। আদতে আমেরিকা জেহাদি সংগঠনগুলিকে সাহায্য দেওয়ার অছিলায় দুর্বল করে দিচ্ছে। তালিবান সরকার আমেরিকার কথাতেই চলছে। আফগান সরকারের ওপর একের পর এক হামলা চালাচ্ছে।
আরও পড়ুন: দায়িত্ব ভারতের