রাজ্যের দুই প্রস্তাবে এখনও নীরব বিচারপতি

Must read

প্রতিবেদন : সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের জন্য এসএসসির (SSC- Calcutta High Court) তরফে দুটি প্রস্তাবের যে হলফনামা কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে, চব্বিশ ঘণ্টা কেটে গেলেও তা নিয়ে নীরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি নির্দেশ দিয়েছেন, ব্যতিক্রমী যারা চাকরি পেয়েছে ৭ নভেম্বর-এর মধ্যে তারা নিজেরাই ইস্তফা দিক, নইলে আদালত ব্যবস্থা নেবে। একইসঙ্গে এসএসসিকে তিনি নির্দেশ দিয়েছেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁর দেওয়া রায় এসএসসির (SSC- Calcutta High Court) ওয়েবসাইটে তুলে দিতে হবে। রাজ্য সরকারের বক্তব্য, যে দুটি প্রস্তাব আদালতে হলফনাম হিসেবে দেওয়া হয়েছে সে-বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলুন এর মধ্যে কোনটা করবে এসএসসি। রাজ্য সরকার আন্তরিক ভাবেই চায় দ্রুত নিয়োগ-প্রক্রিয়া শুরু হোক। আদালত যা নির্দেশ দেবে এসএসসি কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করবে।

আরও পড়ুন-কাঁথির প্রজেক্ট পেতে হুমকি: নগদ ও ড্রাফটে টাকা নেওয়ার অভিযোগ, হাইকোর্টের রায়ে তদন্তে পুলিশ

Latest article