প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির ঢিমেতালে তদন্ত নিয়ে শনিবার প্রশ্ন তোলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এর আগেও এ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টেও ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই।
আরও পড়ুন-দাঙ্গা করে গ্রেফতার বিজেপির বিধায়ক
বিরক্ত বিচারকের প্রশ্ন, আমি কি আপনাদের প্রোটেক্ট করার জন্য এখানে আছি? সওয়াল–জবাব চলাকালীন ক্ষুব্ধ বিচারক সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে বলেন, ‘‘আজ কিছু বলব না, যা বলার আমার কলম বলবে। দুটি মামলা ছাড়া নিয়োগ দুর্নীতির অন্যান্য তদন্ত অত্যন্ত হতাশাজনক। তদন্ত ঠিকমতো চলছে না। এটা কি সিভিল কেস?’’ প্রসেসের অজুহাত দিয়ে কতদিন অভিযুক্তদের আটকে রাখবেন? ইতিবাচক পদক্ষেপ করুন। ২১ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি দেখান।