রোনাল্ডোর শেষ মুহূর্তের গোল বাতিল করা হল

Must read

মিলান, ২৩ অগাস্ট: ইতালীয় গিলের প্রথম ম্যাচেই হোঁচট খেল জুভেন্তাস। রবিবার রাতে উদিনেসের বিরুদ্ধে ২-২ ড্র করেছে তারা। তবে মাঠে বল গড়ানোর আগেই শুরু শুরু হয়েছিল নাটক! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে দেখে চমকে গিয়েছিলেন সবাই। খবর রটে যায় কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে স্বয়ং রোনাল্ডোই প্রথম টিমে না রাখার জন্য অনুরোধ করেছেন। কারণ তিনি এখনও নতুন ক্লাবের খোঁজ করছেন।

আরও পড়ুন- চন্দনার “দ্বিতীয় স্বামী” অসুস্থ হয়ে হাসপাতালে”, বিজেপির বিরুদ্ধে কিসের অভিযোগ

যদিও ম্যাচের পর যাবতীয় জল্পান উড়িয়ে দিয়ে অ্যালেগ্রি জানিয়ে দেন, পর্তুগিজ মহাতারকাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত পুরোপুরি তাঁর। রোনাল্ডো শুরু থেকে খেলতে আগ্রাহ ছিলেন। জুভে কোচের বক্তব্য, ‘‘রোনাল্ডোকে প্রথম দলে না রাখার সিদ্ধান্ত আমার। ম্যাচের আগেই এ নিয়ে ওর সঙ্গে আমার কথা হয়েছিল।’’

শেষ পর্যন্ত রবিবার রাতে জুভেন্তাসের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সিআর সেভেন। তিনি মাঠে নামার পরেও নাটক। ম্যাচের ইঞ্জুরি টাইমে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রোনাল্ডো। যদিও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সাহায্য নিয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। কারণ রোনাল্ডো অফসাইডে ছিলেন। উল্টে জার্সি খুলে উল্লাস প্রকাশের জন্য হলুদ কার্ড দেখেন পর্তুগিজ মহাতারকা!

আরও পড়ুন- জোটের ভরকেন্দ্র জননেত্রী, বাংলাই এবার পথ দেখাবে দিল্লিকে

খেলার তিন মিনিটেই পাওলো দিবালার গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্তাস। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুয়ান কুয়াদ্রাদো। তবে বিরতির পর উজ্জীবিত ফুটবল খেলে দু’টি গোলই শোধ করে দেয় উদিনেস। ৬০ মিনিটে আলভারো মোরাতার পরিবর্ত হিসেবে রোনাল্ডোকে মাঠে নামিয়েছিলেন অ্যালেগ্রি। তাতেও জয় অধরাই থেকে গিয়েছে।

Latest article