প্রতিবেদন : ৩৬ বছর আগে সিডনি শহরের মেয়রকে এক গোপন চিঠি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিডনির এক বিখ্যাত ভবনের গোপন কুঠরিতে কাঁচের বাক্সে রাখা আছে সেই চিঠি। যদিও ওই চিঠি এখনই প্রকাশ্যে আনা যাবে না। কারণ রানির কঠোর নির্দেশ, ২০৮৫ সালের কোনও একদিন এই চিঠি খুলতে হবে। অর্থাৎ রানির লেখা ওই চিঠি খোলার জন্য আমাদের আরও ৬৩ বছর অপেক্ষা করতে হবে। রানি ওই চিঠিতে কী লিখে গিয়েছেন তা নিয়ে সিডনিবাসী তো বটেই, ব্রিটেনের সাধারণ মানুষের মনেও কৌতূহল জেগেছে।
আরও পড়ুন-নেই বিদ্যুৎ, টর্চের আলোয় চিকিৎসা হচ্ছে যোগীরাজ্যে
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ৭নিউজ অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৮৬ সালে সিডনি শহরের মেয়রকে ওই চিঠি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যদিও ওই চিঠিতে তিনি কী লিখেছিলেন তা কাউকে জানাননি। এমনকী, তাঁর ব্যক্তিগত সহকারীও জানেন না চিঠির বিষয়বস্তু। সিডনির কুইন ভিক্টোরিয়া ভবনে রানির ওই গোপন ও অমূল্য চিঠিটি সযত্নে সংরক্ষিত রয়েছে। ১৯৮৬ সালের নভেম্বর মাসে রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত ওই ভবনের সংস্কারের কাজ চলছিল। তখনই চিঠিটি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
আরও পড়ুন-ছড়াচ্ছে পোলিও, জরুরি অবস্থা জারি নিউ ইয়র্কে
কাঁচের বাক্সে রাখা নিজের হাতে লেখা ওই চিঠিটি পড়ার ব্যাপারে যে নির্দেশ রানি দিয়েছেন, শুধু সেটুকুই দেখতে পান সাধারণ মানুষ। চিঠির খামে লেখা আছে, শুভেচ্ছা। ২০৮৫ সালের একটি দিন বেছে নিয়ে চিঠিটা দয়া করে খুলবেন। সিডনিবাসীকে আমার বার্তা পড়ে শোনাবেন। রানির এই চিঠি নিয়ে কৌতূহল তুঙ্গে। চিঠিতে স্বাক্ষর হিসেবে এলিজাবেথ আর লেখা রয়েছে। উল্লেখ্য, ব্রিটেনের রানি হিসেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-সহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মোট ১৬ বার তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন।