অসীম চট্টোপাধ্যায়, আসানসোল: প্রয়াত দাদা-বউদির স্মৃতিরক্ষার্থে তাঁদের বসতবাড়িটি আসানসোলবাসীর উদ্দেশে দান করলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। আসানসোলের জিটি রোড সংলগ্ন হিন্দুস্তান পার্ক এলাকার ওই বাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। ওই বাড়িটিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী একটি পাঠাগার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মলয়ের দাদা অসীম ঘটক ছিলেন আসানসোল আদালতের বর্ষীয়ান আইনজীবী।
আরও পড়ুন-দুয়ারে সরকার শিবিরে উত্তরে উচ্ছ্বাস
বছরকয়েক আগে মহালয়ার সকালে দামোদরের ঘাটে পিতৃতর্পণ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। এর বছরদুয়েকের মধ্যে তাঁর স্ত্রী জয়শ্রী ঘটক ও মেয়েরও অস্বাভাবিক মৃত্যুর পর থেকে বিশালাকার ওই বাড়িটি পরিত্যক্ত ছিল। সোমবার তাঁর প্রয়াত দাদা-বউদির নামে ওই পাঠাগারটির সূচনা করে মলয় বলেন, ঘটক পরিবারের সকলের ইচ্ছানুসারে এবং সকলের অনুমোদনক্রমে এই বাড়িটি জনহিতকর উদ্দেশ্যে উৎসর্গ করা হল। ‘অসীম-জয়শ্রী স্মৃতি পাঠাগার’-এ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী বইপত্র পাওয়া যাবে, ফলে এলাকার অসংখ্য ছাত্রছাত্রীর অশেষ উপকার হবে বলে মনে করেন মন্ত্রী। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মন্ত্রীর ভাই ও আসানসোল পুরসভার উপপ্রধান অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র-সহ পুরনিগমের বেশ কয়েকজন নির্বাচিত সদস্য।