সংবাদদাতা, রায়গঞ্জ : উৎসবের বাংলাকে অশান্ত করতে পথে নামল সিপিএম। নিয়োগ দুর্নীতি নিয়ে যে বিষয়টি এখন আদালতের অধীন সেই বিষয়কে তুলে ধরে নিন্দনীয় রাজনীতি করছে বামেরা। আর এর জেরেই তৈরি হয়েছে অস্থিরতা। বৃহস্পতিবার প্রতিবাদের নামে সিপিএমের মিছিলকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রায়গঞ্জের কর্ণজোড়া। কলকাতার কিছু নেতা নেতৃত্ব দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন। দলভারী করতে বহিরাগতদের ভাড়া করে আনেন তাঁরা।
আরও পড়ুন-ডেঙ্গির নিয়ম না মানলে জরিমানা
পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তজনার সৃষ্টি করে। আহত হন বহু সাধারণ মানুষ। পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগও উঠেছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। মিছিলের অশান্তির জেরে বন্ধ হয়ে যায় দোকানপাট। পুজোর সময় লোকসান হয় ব্যবসায়ীদের। বন্ধ হয়ে যান চলাচল। থমকে যায় যানবাহন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামানের সাহায্য নেয়। বামেদের এই মিছিল রাজনীতির তীব্রভাবে কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল।