মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক নতুন সভাধিপতি উত্তম

১৫ সেপ্টেম্বর ফের খড়্গপুরে স্টেডিয়ামের সভা থেকে জঙ্গলমহলের সাত হাজার স্কিল ট্রেনিংপ্রাপ্ত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন।

Must read

সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার বাড়ি’ ও ‘গ্রামীণ রাস্তা’ বিষয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে যতটা সম্ভব কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সেই কাজ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দ্রুত সম্পন্ন করবে।’’ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি পদে অভিষিক্ত হয়ে বললেন উত্তম বারিক। উত্তম পটাশপুরের বিধায়ক।

আরও পড়ুন-পুজোয় বিদ্যুৎ সরবরাহে ৭০ হাজার কর্মী

মুখ্যমন্ত্রী মঙ্গলবার জেলা সভাধিপতি হিসেবে উত্তমের নাম ঘোষণা করেন। তার আগে খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে সভাগৃহে মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতি মনোনয়ন নিয়ে জেলা পরিষদের সমস্ত সদস্য ও বিধায়ককে নিয়ে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী সভাধিপতি হিসেবে সকলের মতামত চান। সকলে একবাক্যে বলে ওঠেন, মুখ্যমন্ত্রী যাঁর নাম বলবেন, তিনিই তাঁদের পছন্দ। এরপর মুখ্যমন্ত্রী উত্তম বারিকের নাম ঘোষণা করেন। পূর্বতন জেলা সভাধিপতি দেবব্রত দাস ক্যানসার রোগে অকালে প্রয়াত হন।

আরও পড়ুন-নবান্নে হল স্বাভাবিক কাজ

সেই পদে অভিষিক্ত হলেন উত্তম। দেশপ্রাণ ব্লকেরই বাসিন্দা। দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‘আগামী পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসই দখল করবে।’’ বুধবার প্রশাসনিক সভা করতে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে যাবেন মুখ্যমন্ত্রী। ১৫ সেপ্টেম্বর ফের খড়্গপুরে স্টেডিয়ামের সভা থেকে জঙ্গলমহলের সাত হাজার স্কিল ট্রেনিংপ্রাপ্ত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন।

Latest article