প্রতিবেদন : এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি রক্ষায় জি-২০ সদস্য দেশগুলি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে। বর্তমানে এই হার গড়ে ৬ শতাংশের মতো। আগামী দিনে তা ৩ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কলকাতায় জি-২০র (G20 Summit) তিনদিনের প্রথম গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুসন বৈঠকের শেষে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা চঞ্চল চাঁদ সরকার একথা জানিয়েছেন। তিনি বলেন, এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ বা রেমিটেন্স ফি কমানো জি-২০ বৈঠকের (G20 Summit) অন্যতম আলোচ্য। এ ব্যাপারে আগেই সদস্য দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এই লক্ষ্যে এ পর্যন্ত কতটা অগ্রসর হওয়া গেছে এবারের বৈঠকে তা পর্যালোচনা করে দেখা হয়।
আরও পড়ুন-সিমলা স্ট্রিটে আজ অভিষেক
এর পাশাপাশি ব্যাঙ্কিং, বিমা সহ আর্থিক ক্ষেত্রে সুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেওয়া। ডিজিটাল অর্থনৈতিক পরিকাঠামোকে সর্বজনীন করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মূলধন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান। চঞ্চলবাবু আরও জানিয়েছেন বিশ্বব্যাঙ্কের হিসেব অনুযায়ী ১৪০ কোটি মানুষ এখনও ব্যাঙ্কিং পরিষেবার আওতার বাইরে আছেন তাঁদের এই পরিষেবার আওতায় নিয়ে আসার পন্থাও বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে পিআইবি-র পূর্বাঞ্চলীয় মহানির্দেশক ভূপেন্দ্র কান্থলা উপস্থিত ছিলেন।
জি-২০র বৈঠকের শেষ লগ্নে আগত ভিনদেশি অতিথিদের রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে কলকাতার মুখরোচক স্ট্রিট ফুড চেখে দেখানোর ব্যবস্থা করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশের জমিতে স্ট্রিট ফুডের মোট ২০টি স্টল দেওয়া হয়। সেখানে ঝালমুড়ি, পাপড়ি চাট, পাউরুটি-ঘুগনি, মুড়ি, আলুর চপ, বেগুনি, ফুলুরি, শিঙাড়া, চাউমিন, রোল, বিরিয়ানি, মোমোর মতো খাবার চেখে দেওয়ার আয়োজন ছিল।