সিমলা স্ট্রিটে আজ অভিষেক

Must read

প্রতিবেদন : আজ ১২ জানুয়ারি বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে উত্তর কলকাতায় তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Simla street- Abhishek Banerjee)। আজ বিকেল ৩টেয় স্বামীজির বাড়িতে যাবেন অভিষেক। প্রতিবারের মতো স্বামীজির জন্মদিনে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এছাড়া গোটা বাংলা জুড়েই স্বামীজির ১৬১তম জন্মদিবস পালিত হবে শ্রদ্ধার সঙ্গে। আজ সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামীজিকে স্মরণ করবে রাজ্যবাসী। কলকাতা সহ প্রতিটি জেলায়-ব্লকে যথাযথ ভাবে বিবেকানন্দর জন্মদিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। রাজ্য সরকারের তরফেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে স্বামীজির জন্মদিবস।

আরও পড়ুন-অনাদায়ী করের বেশিটাই কর্পোরেটদের, মানল কেন্দ্র

বুধবার সকাল থেকে পূর্ব ঘোষণামতো রাজ্যব্যাপী শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে জনসংযোগ কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’। সেই কর্মসূচির শুরুতে এদিন এক ভিডিও বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Simla street- Abhishek Banerjee)। বার্তায় তিনি বলেন, আগামী ২ মাস ধরে দলের প্রায় সাড়ে তিনশো নেতা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁরা রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কি না তার খোঁজখবর নেবেন। দিদির দূত অ্যাপে সেই তথ্য আপলোড করা হবে। সেজন্য সবাইকে দিদির দূত অ্যাপটি ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আপনার মোবাইল ফোনটিকেই এবার হাতিয়ার করে তুলুন। এরই মধ্যে বুধবার থেকে গোটা রাজ্যে ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পে জনসংযোগ শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। আজ ১২ জানুয়ারি রাজ্যের ৪১টি অঞ্চলে পালিত হবে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি।

Latest article