কৃষকদের আরও উন্নয়নে হল বৈঠক

এই বছরে ১৪০ কোটি টাকা চেয়ে এগ্রিমেট হয়েছে। এখনও টাকা না আসায় চিন্তিত উত্তরের বিভিন্ন সমবায় ব্যাঙ্কগুলো। এই বিষয় নিয়ে এদিন আলোচনা হয়।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কৃষকদের আরও উন্নয়নে শিলিগুড়িতে বৈঠক করলেন সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে বৈঠক করেন সমবায় দফতরের বিভিন্ন আধিকারিক ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান তথা এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। প্রতিবছর নাবার্ড থেকে গরিব ও কৃষকদের জন্য টাকা এসে থাকে। গত বছরও ১২৪ কোটি টাকা এসেছিল।

আরও পড়ুন-মোদিরাজ্যে ধ.র্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রাক থেকে ঝাঁপ!

এই বছরে ১৪০ কোটি টাকা চেয়ে এগ্রিমেট হয়েছে। এখনও টাকা না আসায় চিন্তিত উত্তরের বিভিন্ন সমবায় ব্যাঙ্কগুলো। এই বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। মন্ত্রী প্রদীপ মজুমবার তাড়াতাড়ি টাকা পাঠানোর জন্য নাবার্ডের সঙ্গে এদিন কথাও বলেছেন। পাশাপাশি সমবায় ব্যাঙ্কগুলির বিভিন্ন কাজের বিষয়েও আলোচনা হয়। যদিও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমবার বলেন, এদিন রিভিউ মিটিং ছিল। বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। নাবার্ডের টাকা এখনও আসেনি আগেই জানতাম। তার পরেও এদিন আলোচনা হয়েছে।

Latest article