বঙ্গ

জেলায় জেলায় নারীশক্তি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সদস্যরা

বাসুদেব ভট্টাচার্য জলপাইগুড়ি: প্রশাসনিক কাজে এগিয়ে যাচ্ছেন রাজ্যের মহিলারা। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদের বোর্ড গঠনে তা আরও একবার প্রমাণিত হল। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পর ফের মহিলা ব্রিগেডের হাতেই দায়িত্ব। সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদের বোর্ড গঠন হয়। জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণা রায়বর্মন। সহসভাধিপতি নির্বাচিত হয়েছেন সীমা চৌধুরী।

আরও পড়ুন-ব্যাটিংয়ে গভীরতা খুঁজছেন দ্রাবিড়

কৃষ্ণা রায়বর্মন ২০১৫ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই সময় তিনি জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছেন ২০১৮ সাল পর্যন্ত। এরপর ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা ছিলেন। এই বছর তিনি জেলা পরিষদের ১০ নং আসন থেকে নির্বাচিত হয়ে এসেছেন। সভাধিপতি নির্বাচিত হবার পর তিনি প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে জেলার উন্নয়নের কর্মকাণ্ডে তাঁকে শামিল করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন-আরব অ্যাডভেঞ্চারে শামিল নেইমারও

এদিন তিনি জানান, জেলার সার্বিক উন্নয়নের জন্য যতটা করা সম্ভব তিনি সবটাই করবেন। অন্যদিকে এবারই প্রথম জেলা পরিষদের আসনে জিতে এসে সহকারী সভাধিপতি নির্বাচিত হয়েছেন সীমা চৌধুরী। ২০২১ সালে গঠিত বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সীমা চৌধুরী। ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছেন। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন, জেলার বেশ কিছু সমস্যা আছে, সেই কাজগুলি সমাধান করতে হবে। মূলত এই জেলা বন্যাপ্রবণ, তাই বন্যা নিয়ন্ত্রণের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা পরিষদের পক্ষ থেকে।

আরও পড়ুন-শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট ইস্টবেঙ্গলের

পাশাপাশি জমির পাট্টা প্রদান, কৃষির উন্নয়নের সঙ্গে চা-বাগানের উন্নয়নের বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হবে। এখানে উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা পরিষদের ২৪ জন সদস্যের মধ্যে ১৯ জনই মহিলা। তার ওপর জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি দু’জনই মহিলা। তাই বলা যেতেই পারে, জেলার উন্নয়ন এবার মহিলাদেরই হাতে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

32 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

56 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

60 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago