আরব অ্যাডভেঞ্চারে শামিল নেইমারও

বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ নেইমার। কিন্তু ব্রাজিলীয় তারকাকে ধরে রাখতে আগ্রহী নয় ফরাসি ক্লাব।

Must read

প্যারিস, ১৪ অগাস্ট : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমার পর এবার নেইমার দ্য সিলভা! সৌদি প্রো লিগে নাম লেখাতে চলেছেন বিশ্ব ফুটবলের আরও এক মহাতারকা। ব্রাজিলীয় তারকাকে দু’বছরের জন্য ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪৫৩ কোটি!

আরও পড়ুন-শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট ইস্টবেঙ্গলের

বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ নেইমার। কিন্তু ব্রাজিলীয় তারকাকে ধরে রাখতে আগ্রহী নয় ফরাসি ক্লাব। মোটা অঙ্কের ট্রান্সফার ফি পেলে নেইমারকে ছেড়ে দিতে রাজি পিএসজি। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, ট্রান্সফার ফি-র অর্থ নিয়ে আল হিলাল এবং পিএসজি একমত হয়েছে। সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাবে রাজি নেইমার নিজেও। এমনকী, সোমবারই তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়ে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন-জিতল চেন্নাইয়িন, আটকাল বেঙ্গালুরু

প্রসঙ্গত, চোটের জন্য গত মরশুমের শেষদিকে খেলতেই পারেননি নেইমার। চোট সারিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন। যদিও জ্বরে আক্রান্ত হওয়ায় পিএসজির হয়ে লিগের প্রথম ম্যাচ খেলতে পারেননি। তিনি নিজেও ফরাসি ক্লাব ছাড়তে মুখিয়ে রয়েছেন। নেইমারের প্রথম পছন্দ ছিল পুরনো ক্লাব বার্সেলোনা। কিন্তু নেইমারকে পেতে যে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে, তা দিতে রাজি নয় বার্সা কর্তৃপক্ষ।
পাশাপাশি জোর গুঞ্জন, নেইমারকে ঘুরপথে নিতে চলেছে বার্সেলোনা। আল হিলালের চুক্তিতে সই করার পর, ব্রাজিলীয় তারকাকে সৌদি ক্লাব থেকে লোনে নিতে পারে কাতালান জায়ান্টরা!

Latest article