জিতল চেন্নাইয়িন, আটকাল বেঙ্গালুরু

দ্বিতীয়ার্ধেও চেন্নাইয়িনের দাপট বজায় ছিল। ৮৪ মিনিটে দলের হয়ে তিন নম্বর গোলটি করেন ব্রাজিলীয় তারকা রাফায়েল ক্রিভেলারো।

Must read

প্রতিবেদন : ডুরান্ড কাপে সোমবার জয়ের মুখ দেখল চেন্নাইয়িন এফসি। কিন্তু পয়েন্ট নষ্ট করল গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। এদিন গুয়াহাটিতে আয়োজিত গ্রুপ ‘ই’-র ম্যাচে নেপালের ত্রিভুবন আর্মিকে ৩-০ গোলে হারিয়েছে চেন্নাইয়িন। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে আইএসএলের দলটি। তবে একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছিল। অবশেষে ২২ মিনিটে চেন্নাইয়িনকে এগিয়ে দেন ফারুক চৌধুরী। বিরতির মিনিট পাঁচেক আগে পেনাল্টি থেকে ২-০ করেন রহিম আলি।

আরও পড়ুন-ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়, কম্পন অনুভূত কলকাতাতেও

দ্বিতীয়ার্ধেও চেন্নাইয়িনের দাপট বজায় ছিল। ৮৪ মিনিটে দলের হয়ে তিন নম্বর গোলটি করেন ব্রাজিলীয় তারকা রাফায়েল ক্রিভেলারো। এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া চেন্নাইয়িনের কোয়ার্টার ফাইনালে খেলা পাকা। এদিকে, কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ১-১ গোলে আটকে বড় চমক দিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ডুরান্ডে মূলত দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বেঙ্গালুরু। তবুও এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন বেঙ্গালুরুর তরুণ ফুটবলাররা। কিন্তু খেলার গতির বিরুদ্ধে ২০ মিনিটে গোল করে ইন্ডিয়ান এয়ারফোর্সকে এগিয়ে দেন বিবেক কুমার। ৫৯ মিনিটে অবশ্য সেই গোল শোধ করে দেন সালাম জনসন সিং। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও জয়সূচক গোলের দেখা পায়নি বেঙ্গালুরু।

Latest article