ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়, কম্পন অনুভূত কলকাতাতেও

আজ রাত ৮টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের এপিসেন্টার ছিল মেঘালয়ের চেরাপুঞ্জী থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে।

Must read

সোমবার হঠাৎ মেঘালয়ে (Meghalaya) ভারত-বাংলাদেশের (India Bangladesh) সীমাবন্তবর্তী এলাকা ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল । সেই কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। ভারত, বাংলাদেশ ছাড়া এই কম্পন মায়ানমার, ভূটানের বহু জায়গায় অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। বাংলাদেশের সিলেটের কাছে কানাইঘাটের আশপাশে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল।

আরও পড়ুন-‘পবন রুইয়া কে হয় আপনাদের?’ রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ রাত ৮টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়।

ভূমিকম্পের প্রভাব এপার বাংলায় খুব একটা অনুভূত হয়নি বলেই জানা গিয়েছে। কলকাতা ও বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে । উত্তর পূর্বের জেলাগুলিতেই কম্পন অনুভূত হয়েছে । মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বের বেশ কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ ও ভারত ছাড়াও ভূটান ও মায়ানমারের কিছু কিছু জায়গাতেওবেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুন-স্বাধীনতা দিবসে কমছে মেট্রো

প্রসঙ্গত, জুন মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। তখনও বাংলাদেশের সিলেটের কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। আজ রাতে ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে।

Latest article