প্রতিবেদন : স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই মতোই মেধাতালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার সন্ধ্যাবেলায় ৯৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার জেলাভিত্তিক নয়, বরং রাজ্যভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ কর্তৃপক্ষ। বুধবার থেকেই চাকরির সুপারিশপত্র সফল পরীক্ষার্থীদের পাঠানো হবে পর্ষদের পক্ষ থেকে। সাতদিনের মধ্যেই তাঁরা প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসেবে যোগ দিতে পারবেন।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল শীর্ষ আদালতের সবুজ সংকেতের পরেই জানিয়েছিলেন, দু-তিনদিনের মধ্যেই এই তালিকা বিভিন্ন জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে পৌঁছে যাবে। তাঁরা সবদিক দেখে নিয়ে এক সপ্তাহের মধ্যেই চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। সেই মতোই শুরু হল নিয়োগপত্র দেওয়া।
আরও পড়ুন-অসংগঠিত শ্রমিকদের সুরক্ষায় রাজ্য, রামলীলা ময়দানে শুরু হল শ্রমিক মেলা ২০২৪
প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে প্যানেল প্রকাশের স্থগিতাদেশ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট ১১৭৬৫ জনের চাকরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। তবে এদিন পর্ষদ ৯৫৩৩ জনের নাম প্রকাশ করেছে। প্রশ্ন উঠছে, বাকিদের কী হবে? এই প্রসঙ্গে অবশ্য গৌতমবাবু জানিয়েছেন, মার্চে ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তখন যদি আদালত বলে ২০২০-২০২২ এর ব্যাচের বাকিরা যোগ্য, তাহলে তাঁদের নামও প্রকাশ করে দেওয়া হবে।