ডিম উৎপাদনের হারে সেরা বাংলা

সেই পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে ডিমের উৎপাদন ২০ শতাংশের বেশি বেড়েছে। যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ।

Must read

প্রতিবেদন : দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির নতুন নজির গড়ে ফের কেন্দ্রের স্বীকৃতি ছিনিয়ে নিল এরাজ্য। বিগত আর্থিক বছরে এই ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য সাফল্যর ছবি উঠে এসেছে কেন্দ্রের রিপোর্টে। সম্প্রতি কেন্দ্রের প্রাণিসম্পদ মন্ত্রকের ক্ষুদ্র প্রাণী পালন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে ২০২২-২৩ অর্থবর্ষে সমস্ত রাজ্যের ডিম, দুধ ও মাংস উৎপাদন ও বৃদ্ধির হার সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন-৯৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের

সেই পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে ডিমের উৎপাদন ২০ শতাংশের বেশি বেড়েছে। যা গোটা দেশের মধ্যে সর্বোচ্চ। এই বৃদ্ধির ফলে ডিম উৎপাদনের নিরিখে রাজ্য গোটা দেশের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ওই সময় দুধ ও মাংস উৎপাদনেও লক্ষণীয় সাফল্য পেয়েছে রাজ্য। ২০২২ -২৩ অর্থবর্ষে দুধ উৎপাদনে ৮.৬৫ শতাংশ বৃদ্ধি ঘটিয়ে এ রাজ্য দেশের মধ্যে দুধ উৎপাদনে দ্বিতীয় স্থান দখল করেছে। গত অর্থ বছরে দেশের মোট উৎপাদনের ১১.৯ শতাংশ মাংস উৎপাদন করে মাংস উৎপাদনে এরাজ্য দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Latest article