আলোর ঝরনাধারায় ভাসল খনি জনপদ

আলোকের ঝরনাধারায় ভেসে গেল আসানসোল ও দুর্গাপুর-সহ খনি শিল্পাঞ্চলের সমস্ত জনপদ।

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল: আলোকের ঝরনাধারায় ভেসে গেল আসানসোল ও দুর্গাপুর-সহ খনি শিল্পাঞ্চলের সমস্ত জনপদ। পারিবারিক বৃত্তের পুজোগুলি ছাড়াও দুই মহকুমাতেই সর্বজনীন পুজোয় দেখা গিয়েছে চোখধাঁধানো চমক। মূলত বিভিন্ন ক্লাব সংগঠনের হাত ধরেই। বড় বাজেটের পুজোগুলির সিংহভাগই উদ্বোধন হয়েছে জেলার দুই বর্ষীয়ান মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের হাতে। এছাড়া প্রশাসনিক কর্তাদের বিভিন্ন পুজো উদ্বোধন করতে দেখা যায়।

আরও পড়ুন –বাহারি আলো বাজার কেড়ে নিচ্ছে প্রদীপের

আর ছিল বিভিন্ন টেলি সিরিয়ালের জনপ্রিয় কুশীলবদের ভিড়। কালীপুজোতেও থিম ও সাবেকিয়ানার মেলবন্ধন চোখে পড়েছে বিভিন্ন মণ্ডপ ও আলোকসজ্জায়। আসানসোলের হটন রোড, মহিশীলা কলোনি, বার্নপুর-হীরাপুর, মুর্গাশোল, এসবি গড়াই রোড, এলআইসি মোড়, পুরনো জিটি রোড, বারাবনি, চিত্তরঞ্জন, কুলটি-সহ প্রায় সর্বত্রই চোখে পড়েছে দৃষ্টিনন্দন মণ্ডপ। পাশাপাশি দুর্গাপুরের সেকেণ্ডারি এলাকার ‘বন্ধু সবাই ক্লাব’-এর থিম ও এডিশনের আমরা ক’জন বয়েজ ক্লাব, জঙ্গলমহল ক্লাব, চণ্ডীদাস ইউনাইটেড ক্লাব, জয়দেব সর্বজনীনের আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা নজর কেড়েছে। বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউয়ের নাইটিংগেল ক্লাবের ৩০ ফুটের ডাকাতে কালীর মূর্তি দেখতে মানুষ ভিড় জমিয়েছেন। ইস্পাতনগরীর শিবাজি মোড় সংলগ্ন জঙ্গলমহল ক্লাব প্রাঙ্গণে বসেছে মেলা।

Latest article