সৌমালি বন্দ্যোপাধ্যায় : অমাবস্যায় ভরা কোটালে গঙ্গা তীরবর্তী হাওড়া শহরের মানুষদের নিরাপদে রাখতে প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সেখানকার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন সমবায়মন্ত্রী অরূপ রায়। বৃষ্টির মধ্যেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, তেলকল ঘাট সহ বিভিন্ন গঙ্গার ঘাট ঘুরে দেখেন সমবায়মন্ত্রী।
আরও পড়ুন-নবান্নে কমান্ড সেন্টার
সঙ্গে ছিলেন প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই, মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ঘাটগুলি ঘুরে দেখে সেখানকার লোকজনদের সঙ্গে কথা বলেন অরূপ। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মী ও এনডিআরএফের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। অরূপ রায় বলেন, ‘‘ভরা কোটালে অনেকসময় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাটগুলিতে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকছে। এখন গঙ্গায় নামতে নিষেধ করা হয়েছে।”