নয়াদিল্লি : লখিমপুর খেরিতে গাড়ির চাকায় পিষে চার কৃষককে খুন করার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে আত্মসমর্পণের জন্য ৭ দিনের সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার সেই সময়সীমা শেষ হচ্ছে। তবে সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া ধমকে সেই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই লখিমপুর জেলা সংশোধনাগারে গিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন আশিস। সুপ্রিম কোর্ট জামিন খারিজ করার ৬ দিন পর আত্মসমর্পণ করল এই বিজেপি নেতা। গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন আশিস মিশ্রর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল চার কৃষকের। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান প্রতিবাদী কৃষকরা। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। এই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ছেলে আশিস। ওই মামলায় উত্তরপ্রদেশ পুলিশের দেওয়া চার্জশিটেও মূল অভিযুক্ত হিসাবে আশিসকে চিহ্নিত করা হয়েছিল। তবে যোগী আদিত্যনাথের পুলিশ এই গণহত্যাকারীকে গ্রেফতার করেনি। শেষ পর্যন্ত দেশজুড়ে প্রবল সমালোচনার চাপে এবং আদালতের সক্রিয়তায় ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে পুলিশ। তারপর জেলই ছিল আশিসের ঠিকানা। কিন্তু চারমাস বাদে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের নির্দেশে জামিন পায় আশিস। জেল থেকে বেরিয়ে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারও করে আশিস। লখিমপুরের ঘটনায় নিহত তিন কৃষকের পরিবার আশিসের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেন। তাঁদের আবেদনের ভিত্তিতেই ১৮ এপ্রিল আশিসের জামিন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে কীর্তিমান এই বিজেপি নেতাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট জানায়, আশিসকে জামিন দেওয়ার সময় এলাহাবাদ হাইকোর্ট বেশ কিছু বিষয় উপেক্ষা করেছে। তাই নতুন করে ওই মামলার শুনানি করতে হবে।