নয়াদিল্লি : পতন অব্যাহত। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকা (Money) হালে পানিই পাচ্ছে না। বুধবার দাম পড়ার পর বৃহস্পতিবারও পুনরাবৃত্তি৷ বাজার খোলার পরে একসময় ১ ডলারের দাম গিয়ে দাঁড়ায় ৭৭ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ, ফের নতুন রেকর্ড গড়ল টাকার (Money) অবমূল্যায়ন। আধুনিক ভারতীয় টাকার জন্মের সময় থেকে এখনও পর্যন্ত ডলারের নিরিখে সবচেয়ে কম দাম নথিভুক্ত হয়েছে এদিন। এই নিয়ে টানা দশটি ট্রেডিং সেশনে দাম পড়ল টাকার। সামগ্রিকভাবে এদিন এশিয়ার বিভিন্ন দেশের টাকার দাম কমেছে। শেয়ার বাজারেও তেজি ভাব নেই। বিশেষজ্ঞদের মতে, ভারতে বিদেশি মুদ্রার আমদানি কমেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এই দুইয়ের প্রভাবে দেশের বাজার চাঙ্গা হতে পারছে না।