প্রতিবেদন : অভাবনীয়! কুমাতা একেই বলে বুঝি! মা আর সন্তানের চিরন্তন সম্পর্কে প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় এমন ব্যতিক্রমী, কুৎসিত ঘটনাই। নিজের কৃতকর্মের জেরে যাবজ্জীবন কারাবাসের শাস্তির মুখে পড়েছেন সেই মা।
আরও পড়ুন-মনোনয়নপত্র জমা দিলেন মালদহের দুই প্রার্থী
ঘটনাটি মার্কিন মুলুকের। ১৬ মাসের শিশুকন্যাকে বাড়িতে ফেলে রেখে এক মহিলা চলে যান বাইরে ছুটি কাটাতে। তাও আবার টানা দশদিনের জন্য! আমেরিকার বাসিন্দা ক্রিসটেল ক্যানডেলারিও মা হওয়ার অযোগ্য, বলছেন শিশু বিশেষজ্ঞরা। নিজের ইচ্ছাপূরণে একরত্তি কন্যাসন্তানকে জল ও খাবার ছাড়া দশদিন গৃহবন্দি করে বেড়াতে যাওয়ার বেনজির অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে। টানা দশদিন ভ্রমণপর্ব শেষ করে ওই মহিলা যখন নিজের বাড়ি ফিরলেন তখন সব শেষ। খাবার-জল না পেয়ে বুভুক্ষু শিশুকন্যা অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে ছিল। নিজের জন্মদাত্রীর ভয়ঙ্কর অমানবিকতার বলি হয়ে অকালে প্রাণ গেল তার। ঘটনার পর মায়ের বিরুদ্ধে মামলা চলে মার্কিন আদালতে। মৃত শিশুর মায়ের ইচ্ছাকৃত দোষ প্রমাণিত হওয়ায় খুনের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার সেই মামলায় মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনান বিচারক। একজন মায়ের এহেন বিকৃত আচরণের নিন্দায় ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন-আদিবাসীদের অসম্মানের জবাব, প্রধানমন্ত্রীর সভার দিনই রায়গঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৮০০
একরত্তি শিশুকন্যাকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ডেট্রয়েট এবং পুয়েরতো ঘুরতে গিয়েছিলেন ক্রিসটেল ক্যানডেলারিও। মাত্র ১৬ মাসের অসহায় শিশুকন্যার জন্য খাবার বা পানীয় জলের কোনও ব্যবস্থা করে যাননি তিনি। দশদিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তাঁর মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গোটা বিষয়টা জানার পরই মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। গত বছরের জুন মাসে ঘটেছিল এই অপরাধ। মামলার রায় ঘোষণা করতে গিয়ে সোমবার আমেরিকার এক আদালতের বিচারক ব্রেনডন শিহান মৃত শিশুকন্যার মা ক্যানডেলারিওর উদ্দেশে বলেন, আপনি যেমন আপনার ছোট্ট মেয়েটিকে বন্দি রেখে ঘুরতে চলে গিয়েছিলেন, তেমনি আপনারও উচিত বাকি জীবন একটা সেলের মধ্যে বন্দি কাটানো। তবে পার্থক্য একটাই, জেলে অন্তত আপনি খাবার এবং পানীয় পাবেন, কিন্তু জাইলিন তা পায়নি। আপনার নিষ্ঠুরতার কারণে তাকে অকালে মরতে হয়েছে। মামলার শুনানিতে ক্যানডেলারিও মানসিক অবসাদের কথা তুলে ধরে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও বিচারক তাতে আমল দেননি।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…