দখলদারিতে কড়া ব্যবস্থা পুরসভার

এবার ফুটপাথ ও হাইড্রেন দখল করা অভিযোগ পেতেই ব্যবস্থা নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : অবৈধভাবে জমি দখলে ব্যবস্থা নেবে পুরসভা। এমনটা জানানো হয়েছিল আগেই। অবৈধ নির্মাণ চিহ্নিত করে পুরসভার তরফে পাঠানো হয়েছে নোটিশও। এবার ফুটপাথ ও হাইড্রেন দখল করা অভিযোগ পেতেই ব্যবস্থা নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি খতিয়ে দেখতে বেরিয়ে পড়েন।

আরও পড়ুন-শুরুতেই জমে উঠেছে বইয়ের উৎসব

সটান চলে যান অভিযোগের তালিকায় থাকা জায়গাগুলিতে। সেখান থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ দেন। শিলিগুড়ি সেবক রোড এলাকায় রাস্তার ধারের ফুটপাথ দখল করে ব্যবসা করছেন স্থানীয় কিছু ব্যবসায়ী। এমনকী কিছুদিন আগে পূর্ত দফতরের উদ্যোগে হাইড্রেন তৈরি হয়েছে। সেই ড্রেনের উপরের জায়গা দখল করে ব্যবসা করছেন। যা পরিদর্শনে গিয়ে চাক্ষুষ করলেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাসকে মেয়র বলেন, যাঁরা পুরসভার অর্ডার অমান্য করবে তাঁদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে থানায় অভিযোগ দায়েরও করতে বলেন তিনি।

আরও পড়ুন-ঝাড়খণ্ড ১৭৩, দাপট আকাশ, মুকেশদের

এই বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, দীর্ঘদিন ধরে দখলদারদের আবেদন-নিবেদন করলেও তাঁরা জায়গা খালি করছেন না। তাই এবার আবার এদিন তাঁদের সরে যাওয়ার কথা বলা হল। যাঁরা সরবেন না তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে। তিনি আরও বলেন, ফুটপাথের উপরে স্থায়ীভাবে পাকা করে দোকান বানানোর চেষ্টা করছে। এসব মানা যাবে না।

Latest article