প্রতিবেদন : দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিশৃঙ্খলা। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। সেই সমস্যা মাথায় রেখে এবার বিশৃঙ্খলামুক্ত ও দুর্ঘটনামুক্ত বিসর্জন করতে অভিনব পরিকল্পনা করেছে হুগলির কোন্নগর পুরসভা। প্রায় এক কোটি টাকা খরচ করে বিসর্জন দেওয়ার স্বয়ংক্রিয় পরিকাঠামো গড়ে তুলছে পুরসভা। কোন্নগরের গঙ্গার ঘাটে সেই পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষের মুখে। এবছরই সেই স্বয়ংক্রিয় ব্যবস্থা পুরোদমে চালু হয়ে যাবে বলেই আশা পুরকর্তাদের।
আরও পড়ুন-হাওয়াই পুড়ছে আর ছুটিতে প্রেসিডেন্ট! প্রবল বিতর্কের পর বিবৃতি বাইডেনের
এই ব্যবস্থা চালু হয়ে গেলে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়িয়ে মিটবে বিসর্জন পর্ব। এর পাশাপাশি কৃত্রিম পুকুরে প্রতিমা গলিয়ে দেওয়ার ব্যবস্থা চালু থাকছে। জানা গিয়েছে, এই ব্যবস্থা ফোল্ডিং এবং সেমি অটোমেটিক। যা প্রয়োজনের সময় ব্যবহার করে ফের তুলেও রাখা যাবে। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি এই কাজে বেশি কর্মীও লাগবে না। মাত্র দু’জন কর্মী দিয়েই প্রতিমা নিরঞ্জন করা যাবে। সব ঠিকঠাক চললে চলতি বছরের পুজো থেকেই এই নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে। এই ব্যবস্থায় বিসর্জনের জন্য প্রতিমা গঙ্গার ঘাটে আনার প্রয়োজন নেই।
আরও পড়ুন-হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি, ভূমিধস, বন্যা, মৃত্যু
গঙ্গার ঘাট থেকে বেশ কিছুটা দূরে একটি পাটাতনের ওপর প্রতিমা তুলে দেওয়া হবে। তারপর চেনের মাধ্যমে তা টেনে নিয়ে যাওয়া হবে গঙ্গাবক্ষে। সেখানে আর একটি ফোল্ডিং পাটাতনের মাধ্যমে তা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। কর্তাদের আশা, এর ফলে অনেক অবাঞ্ছিত দুর্ঘটনা এড়ানো সম্ভব।