আজ শহরে রাষ্ট্রপতি

কলকাতা রাজভবন এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর।

Must read

রাষ্ট্রপতি )President) দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ঝটিকা সফরে রাজ্যে আসছেন। কলকাতা রাজভবন এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা ১৫ নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ‘ব্রহ্মা কুমারী’-র উদ্যোগে কলকাতায় নেশা মুক্তি অভিযানের সূচনা করবেন।

আরও পড়ুন-ফের কোটায় আত্মঘাতী

এরপর মধ্যাহ্নভোজ সেরে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ গার্ডেনরিচে শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতির হাত দিয়ে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী ‘বিন্ধ্যগিরি’র যাত্রা শুরু হবে। দুপুর ১টা ৪০ থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত ওই অনুষ্ঠানে থাকবেন দ্রৌপদী মর্মু। সেখান থেকে ফিরে আসবেন রাজভবনে। তারপর বিকেলে সেখান থেকেই আবার নয়াদিল্লি ফিরবেন তিনি।

Latest article