জাতীয়

ইন্ডিয়া নামের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক নেই, বিজেপির ভুয়ো প্রচারের পাল্টা ইতিহাসবিদরা

প্রতিবেদন: রাজনৈতিক স্বার্থে ‘ইন্ডিয়া’ নাম নিয়ে পরিকল্পিত ভুয়ো প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমাদের দেশের ইন্ডিয়া নামের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদের আদতে কোনও সম্পর্কই নেই। ভারত বনাম ইন্ডিয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে এবার তথ্য দিয়ে এই বক্তব্য তুলে ধরলেন বিশিষ্ট ইতিহাসবিদরা। তাঁদের স্পষ্ট মত, ইন্ডিয়া নামের সঙ্গে ব্রিটিশদের কোনও সম্পর্কই নেই। ভারত নামের মতো মতো ইন্ডিয়া নামও আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন-ভারত ছাড়ার পরই মোদিকে বার্তা বাইডেনের

ঐতিহাসিকরা মনে করিয়ে দিয়েছেন, দেশের সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ইন্ডিয়া অর্থাৎ ভারত। অর্থাৎ দুটি নামই দেশের সংবিধান এবং ইতিহাসের অংশ। পাশাপাশি দুটি নামই সম্পূর্ণ বৈধ। এর সঙ্গে ঔপনিবেশিক অতীতের কোনও সম্পর্ক নেই। ‘ইন্ডিয়া’ নাম ব্রিটিশদের দেওয়া বলে মোদি সরকার যে প্রচার চালাচ্ছে তা সর্বতোভাবে মিথ্যা।

আরও পড়ুন-বঙ্গ-ফুটবলে জোয়ার আনতে মাদ্রিদ বৈঠকে মুখ্যমন্ত্রী ও লা লিগা কর্তা

সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের পটভূমিতে বিশিষ্ট ইতিহাসবিদরা স্মরণ করিয়ে দিয়েছেন, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিসের সঙ্গে যোগ ছিল ইন্ডিয়া শব্দের। প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব বলেছেন, গ্রিকরা এই নাম ব্যবহার করেছে, পারস্যতে এটি ব্যবহৃত হত। মেগাস্থিনিস-সহ ভারতে আসা পর্যটকরা ইন্ডিয়া বলে ভারতবর্ষকে উল্লেখ করতেন। ইন্ডাস বা সিন্ধু নদ থেকেই কালক্রমে এসেছে ইন্ডিয়া নাম।
ইতিহাসবিদদের মতে, ভারতবর্ষ নামে যে ভূখণ্ড, সেটিকে প্রাচীনকাল থেকে নানা নামে চিহ্নিত করা হয়ে এসেছে। এর মধ্যে রয়েছে জম্মুদ্বীপ, ভারতখণ্ড, হিমবর্ষ, অজনাভবর্ষ, আর্যাবর্ত, হিন্দ, হিন্দুস্তান, ভারত, ইন্ডিয়া ইত্যাদি। সংস্কৃত ‘বর্ষ’ শব্দের অর্থ ভূখণ্ড। উল্লেখ্য সম্রাট অশোকের শিলালিপিতেও জম্মুদ্বীপের অস্তিত্ব পাওয়া যায়। আবার বিষ্ণুপুরাণে পাওয়া যায় ভারতের সীমারেখার বর্ণনা। ইতিহাসবিদদের মতে, ইন্ডিয়া এবং ইন্ডাস নাম পাওয়া যায় গ্রিক ইতিহাসবিদ মেগাস্থিনিসের বর্ণনায়। প্রাচীন ভারত নিয়ে লেখা তাঁর গ্রন্থের নামই ছিল ইন্ডিকা।

আরও পড়ুন-‘পাপুয়া – নিউ গিনি আফ্রিকায়’ নতুন করে ভূগোল রচনা করলেন বিরোধী দলনেতা

এর পাশাপাশি মুঘল আমলে তাঁদের শাসনাধীন অঞ্চলকে হিন্দুস্তান বলা হত, তবে ঐতিহাসিক ইয়ান জে ব্যারো লিখেছেন যে, অষ্টাদশ শতাব্দী থেকে ব্রিটিশ মানচিত্রগুলিতে ইন্ডিয়া নামটির প্রচলন হতে থাকে। তার আগে, মুঘল আমলে তাদের শাসনাধীন এলাকাটিকে হিন্দুস্তান বলে চিহ্নিত করা হত। ইরফান হাবিব বলেছেন, ব্রিটিশদের সঙ্গে ইন্ডিয়া নামটি যুক্ত করা ‘সম্পূর্ণ মিথ্যা’। ইতিহাসবিদ সলিল মিশ্র বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্ডিয়া ও ভারত দুটি নামই সমানভাবে ব্যবহৃত হয়। কখনওই বলা যায় না যে একটি অন্যটির চেয়ে উৎকৃষ্ট। সংবিধান রচয়িতারা দুটি নামের গুরুত্ব বুঝেই সেখানে স্পষ্টভাবে লিখেছিলেন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত…। বিশিষ্ট ইতিহাসবিদরা একমত যে দেশের সাম্প্রতিক নাম-বিতর্ক আসলে অর্থহীন, অবান্তর এবং ইতিহাসের সঙ্গে সম্পর্কহীন। এটি শাসকদলের রাজনৈতিক প্রচার মাত্র।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago