গত কয়েক মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) বায়োপিকের (Biopic)মুখ্য অভিনেতাকে নিয়ে চর্চা তুঙ্গে। দাদাগিরি রিয়্যালিটি শোয়ের ১০তম সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায় এই নিয়ে কথাও বলেছেন। রণবীর কাপুরের কাছে এই ছবির প্রস্তাব দেওয়া হয় বলে শোনা গিয়েছিল। তবে সেই জল্পনার ইতি দিয়ে এই ছবির প্রস্তাব পেলেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা ব্যক্তিগত জীবনে খুব ভাল ক্রিকেট খেলতে পারেন। অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানা তুলনাহীন। সকলেই আয়ুষ্মান খুরানোর উপরে যথেষ্টই আস্থা রাখছেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-এক দেশ, এক নির্বাচন তড়িঘড়ি চাপিয়ে দিতে কমিটি গঠন কেন্দ্রের
নাম প্রকাশ্যে আসার পর থেকেই শোনা যাচ্ছে, আগামী দুই মাস মাঠেই ব্যস্ত থাকবেন অভিনেতা। দাদার সঙ্গে দেখা করে টিপস নেবেন তিনি। আদব-কায়দা জেনে প্র্যাকটিস করবেন এবং নিজেকে তৈরী করবেন এই ছবির জন্য। ছবি পরিচালনায় থাকছেন লাভ রঞ্জন। নিমেষেই এই খবর ভাইরাল হয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনি, কপিল শর্মা ও শচীন তেন্ডুলকারের পর এবার পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। মহারাজের জানা অজানা গল্প মানুষের কাছে আয়ুষ্মানের মাধ্যমে কতটা গ্রহণযোগ্য হয় সেটাই এখন দেখার।