সংবাদদাতা, রায়গঞ্জ : যেন বর্ষার জলে পরিপূর্ণ ধানের জমি। শ্রীহীন কালো রাস্তা, খুবলে গিয়েছে চারপাশ। যানবাহন চলাচলের অবস্থামাত্র নেই। কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের উদাসীনতায় এমনই অবস্থা ৩১ নং জাতীয় সড়কের। যা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ত হচ্ছে জাতীয় সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন-পুজোয় আমজনতার আপন হওয়াই লক্ষ্য খাদির
অবিলম্বে বেহাল সড়কপথ সংস্কারের দাবিতে মঙ্গলবার জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে বিক্ষোভে শামিল হলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ক্রমশই বেহাল হচ্ছে এই জাতীয় সড়ক। রাস্তাজুড়ে তৈরি হয়েছে ছোট-বড় নানা গর্ত। অল্প বৃষ্টিতেই জল জমে যায় ওই গর্তগুলোতে। খানাখন্দে ভরা রাস্তায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এর আগে চোপড়া থানার তরফে গর্তগুলোতে পিচ দেওয়া হয়।
আরও পড়ুন-জৌগ্রামে সড়ক দুর্ঘটনা, জোর বেঁচে গেলেন মন্ত্রী বেচারাম
এই প্রসঙ্গে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহার উদ্দিন জানিয়েছেন, রাস্তা সংস্কারে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে উদ্যোগ নেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা মেরামতি না হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিবাদী মহিলারা।